ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে দায়িত্বে অবহেলা করায় ২ আনসার সদস্য ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
লালমনিরহাটে দায়িত্বে অবহেলা করায় ২ আনসার সদস্য ক্লোজড লালমনিরহাট ভোটকেন্দ্র

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলা করায় দুই আনসার সদস্যকে ক্লোজ করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাতিবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের ক্লোজ করা হয়।

লালমনিরহাট: লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলা করায় দুই আনসার সদস্যকে ক্লোজ করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাতিবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের ক্লোজ করা হয়।


 
এরা হলেন, হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের আনসার সদস্য আব্দুল গফুর (৪৪) ও সুরুজ্জামান (৪৫)।

প্রিজাইডিং অফিসার উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার বাংলানিউজকে জানান, কেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করা সম্প‍ূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও আনসার সদস্য সুরুজ্জামান ও গফুর মোবাইল ফোনে কথা বলছিলেন। এ কারণে তাদের ক্লোজ করা হয়েছে।

গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতিবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভ‍ূমি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলা করায় তাদের ক্লোজ করে একটি কক্ষে আটকে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।