ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ভোট দিলেন আ’লীগ প্রার্থী লুৎফুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সিলেটে ভোট দিলেন আ’লীগ প্রার্থী লুৎফুর

জেলা পরিষদ নির্বাচনে সিলেটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান ভোট দিয়েছেন।

সিলেট: জেলা পরিষদ নির্বাচনে সিলেটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফুর রহমান ভোট দিয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টায় মহানগরীর মদন মোহন কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ৫টি কেন্দ্র ঘুরেছি, নির্বাচন সুষ্ঠুভাবে চলছে। এ সময় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে সকাল ৯টা থেকে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বেলা ২টা পর্যন্ত।

নির্বাচনে মোট এক হাজার ৯৪টি ভোট রয়েছে। বিপরীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৪ জন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ২৮ জন এবং সাধারণ সদস্য পদে ১১০ জন প্রার্থী থাকলেও ৫টি ওয়ার্ডে পুরুষ পদে ৩০ জন সদস্য নির্বাচনে অংশ নিতে পারছেন না। যে কারণে সদস্য পদে ৮০ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এনইউ/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।