ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরাইলে সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সরাইলে সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটায় নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহমেদ খানের স্বাক্ষরিত একটি আদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কমিশনে পাঠানো হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, সাধারণ সদস্য পদে প্রার্থীতা বাতিল হওয়ায় তিন নম্বর ওয়ার্ডের মো. আব্দুল্লাহ ভূঁইয়ার রিট পিটিশনের প্রেক্ষিতে সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত।

আদালতের আপিল বিভাগ ৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য্য করে। এ অবস্থায় কমিশন কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।