ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নজরুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সাতক্ষীরা জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দলীয় প্রার্থী মুনসুর আহমেদকে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দলীয় প্রার্থী মুনসুর আহমেদকে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে জেলা নির্বাচন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

 

সূত্র মতে, জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ৬৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ পেয়েছেন ১৭৮ ভোট।

মামলার কারণে স্থগিত করা তিনটি কেন্দ্রে ভোটের সংখ্যা ছিল ২০৭। তাই এসব কেন্দ্রের ভোট চেয়ারম্যান পদের ফলাফলে কোনো প্রভাব ফেলবে না।

**মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’ লীগের বিদ্রোহী প্রার্থী

**ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের মনোনীত প্রার্থী

**জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী

**বরিশালে জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।