ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কূটনৈতিক-সরকারি পাসপোর্টধারীদের পরিবারেরও লাগবে না ই-টোকেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
কূটনৈতিক-সরকারি পাসপোর্টধারীদের পরিবারেরও লাগবে না ই-টোকেন ভারতীয় ভিসা কেন্দ্র/ ছবি: ভারতীয় হাইকমিশন

নতুন বছর থেকে বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের নিকটতম সদস্যদেরও কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ই-টোকেন লাগবে না বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ঢাকা: নতুন বছর থেকে বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের নিকটতম সদস্যদেরও কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ই-টোকেন লাগবে না বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, ১ জানুয়ারি ২০১৭ থেকে বাংলাদেশ থেকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টকারীদের পাশপাশি তাদের পরিবারের নিকটতম সদস্যরাও তাদের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র আইভিএসি উত্তরা, সেক্টর-৭, সড়ক-১৮, বাড়ি-৫৬, উত্তরা, ঢাকা-১২৩০ এ সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে জমা দিতে পাবেন। তাদেরও কোনো অ্যাপয়েন্টমেন্ট তারিখ বা ই-টোকেন লাগবে না।

আরও পড়ুন: ই-টোকেন ছাড়াই মিলবে ভারতের ট্যুরিস্ট ভিসা

আবেদনপত্র জমা দেওয়ার সময় মূল কূটনৈতিক/সরকারি পাসপোর্ট দেখাতে হবে এবং আবেদপত্রের সঙ্গে পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।
পরিবারসহ ভারত ভ্রমণ আরও সহজ করতে ভারতীয় হাইকমিশনের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে নতুন বছর থেকে এ সুবিধা চালু করা হচ্ছে।

এর আগে নতুন বছর থেকে সাধারণ মানুষের ট্যুরিস্ট ভিসার জন্যও কোনো ই-টোকেন লাগবে না বলে জানায় হাইকমিশন।

এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দু’দেশের মানুষের মধ্যে - যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।