ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
কুষ্টিয়ায় সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কুষ্টিয়ায় সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।

মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ও কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান।

প্রশিক্ষণে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশ নেন।  

প্রশিক্ষণ কর্মশালায় একাডেমিক প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।