ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ঢাকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ঢাকার রাষ্ট্রদূত মিও মিন্ট থান এবং বাংলাদেশ ও মায়ানমারের পতাকা/ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মায়ানমারের নৌবাহিনীর গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে তলব করে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।

ঢাকা: বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে মায়ানমারের নৌবাহিনীর গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে তলব করে কড়া ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানানোর পর তাকে এ সংক্রান্ত একটি প্রতিবাদলিপি ধরিয়ে দেওয়া হয়।

মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়, কনস্যুলার) কামরুল আহসান এ প্রতিবাদলিপি তুলে দেন থানের হাতে।

বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মৌলভীর শীল এলাকায় নিজেদের জলসীমা লঙ্ঘন করে মায়ানমারের নৌবাহিনী বাংলাদেশি জেলেদের ট্রলারটিতে গুলি করে। এতে ছয় জেলে গুলিবিদ্ধ হন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।