ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় অবৈধ জাল ব্যবহার বন্ধে মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বরগুনায় অবৈধ জাল ব্যবহার বন্ধে মতবিনিময় সভা বরগুনায় অবৈধ জাল ব্যবহার বন্ধে মতবিনিময় সভা

বরগুনার বিভিন্ন নদ-নদীতে অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংসের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ।

বরগুনা: বরগুনার বিভিন্ন নদ-নদীতে অবৈধ জাল ব্যবহার করে মৎস্য সম্পদ ধ্বংসের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ।

 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরগুনা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. ওয়াহিদু্জ্জামান।

এসময় তিনি জানান, বরগুনার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধ জাল ব্যবহার বন্ধে সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে মৎস্য বিভাগ।

এদিকে, জাটকা নিধনে ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত ৩০টি অভিযান, ২২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪. ১৬৫ মেট্রিক টন জাটকা ও ০.৫৪৪ জাল জব্দ করে মৎস্য বিভাগ।

এসময় ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে ৪৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে পৃথক ৯টি মামলা দায়ের করা হয়েছে।

কারেন্ট জাল, বেহেন্দি জাল, গড়া জালসহ সব ধরনের অবৈধ জাল বন্ধের জন্য জেলেদের সঙ্গে সচেতনতা সভা করা হয়েছে বলেও তিনি জানান।

পরে সাংবাদিকরা অবৈধ জাল ও জাটকা নিধন প্রতিরোধে বিভিন্ন করণীয় সর্ম্পকে মতামত দেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।