ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেএসসি-পিইসি রেজাল্ট নিয়ে ফেরা হলো না দু’বোনের

মো. রাজীব সরকার, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জেএসসি-পিইসি রেজাল্ট নিয়ে ফেরা হলো না দু’বোনের

বিদ্যালয় বন্ধ থাকায় জয়দেবপুর থানাধীন পূবাইল এলাকায় দাদার বাড়ি বেড়াতে গিয়েছিলো স্বর্ণা আক্তার (১১) ও সাবানা আক্তার (১৫)।

গাজীপুর: বিদ্যালয় বন্ধ থাকায় জয়দেবপুর থানাধীন পূবাইল এলাকায় দাদার বাড়ি বেড়াতে গিয়েছিলো স্বর্ণা আক্তার (১১) ও সাবানা আক্তার (১৫)।

সাবানা জেএসসি এবং স্বর্ণা পিইসি পরীক্ষায় পাস করেছে জেনে বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়।

স্বর্ণার সঙ্গে ছিলো তার ফুপু পারুল বেগম (৩৬), ফুপাতো ভাই-বোন সোহান ও সাবানা।

স্বর্ণার দাদা মো. সিরাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অটোরিকশায় কালীগঞ্জ উপজেলার কামারবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে চারজনই আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বর্ণাকে মৃত ঘোষণা করেন।

সাবানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। ঢামেক হাসপাতালে নেওয়ার পথে সাবানার মৃত্যু হয়।

স্বর্ণা কালীগঞ্জ উপজেলার দড়িসুম এলাকার মো. জসিম উদ্দিনের এবং সাবানা পূবাইল এলাকার মনছুর মোল্লার মেয়ে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, স্বর্ণার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।