ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় স্কাউট সমাবেশে মহাতাঁবু জলসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
নেত্রকোনায় স্কাউট সমাবেশে মহাতাঁবু জলসা মহা তাঁবু জলসা। ছবি: বাংলানিউজ

নেত্রকোনায় পাঁচদিনব্যাপী জেলা স্কাউট সমাবেশের চতুর্থ দিনগত রাতে অনুষ্ঠিত হয়েছে মহাতাঁবু জলসা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের মোক্তারপাড়া মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহাতাঁবু জলসা উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান।

নেত্রকোনা: নেত্রকোনায় পাঁচদিনব্যাপী জেলা স্কাউট সমাবেশের চতুর্থ দিনগত রাতে অনুষ্ঠিত হয়েছে মহাতাঁবু জলসা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে শহরের মোক্তারপাড়া মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহাতাঁবু জলসা উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান।



স্কাউট সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীদের আতশবাজি, ফানুস উড়ানো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে জলসা সম্পন্ন হয়। অনুষ্ঠান উপভোগ করতে শহরের হাজারো মানুষ মোক্তারপাড়া মাঠে জড়ো হন।

জেলা স্কাউটসের সম্পাদক শিক্ষক মো. লুৎফুর রহমান ফকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম রিয়াজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী প্রমুখ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সমাবেশে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের পুরষ্কার ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হবে। এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে
মোক্তারপাড়া মাঠে পাঁচদিন ব্যাপী সমাবেশ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।