ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক স্টাফ রিপোর্টার প্রফেসর সৈয়দ শরীয়ত রসুল (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক স্টাফ রিপোর্টার প্রফেসর সৈয়দ শরীয়ত রসুল (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শরীয়ত রসুল দীর্ঘদিন বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছেলে সৈয়দ ওসমান জানান, বাদ আসর নবীনগর উপজেলার রতনপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

প্রফেসর শরীয়ত রসুলের মৃত্যুতে বাঞ্ছারামপুর প্রেসক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
বিএসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।