ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফেনসিডিলসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
গাজীপুরে ফেনসিডিলসহ নারী আটক নারীর শরীরে পরিহিত জ্যাকেটের ভেতর ফেনসিডিল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুরের কালিয়াকৈর খাড়াজোড়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ হাজেরা বেগম (৪৫) নামে এক নারী বিক্রেতাকে আটক করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর খাড়াজোড়া এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ হাজেরা বেগম (৪৫) নামে এক নারী বিক্রেতাকে আটক করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তুরাগ পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

হাজেরা বেগম কুড়িগ্রামের নাগেশ্বরী থানার কম্পেরহাট এলাকার মৃত আব্দুল ওহাবের স্ত্রী।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে অভিযান চালিয়ে ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মাশফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় হাজেরা বেগম নামে এক নারী মাদক বিক্রেতার শরীরে পরিহিত জ্যাকেটের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

কুড়িগ্রাম থেকে ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশে ঢাকা নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।