ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
কালিয়াকৈরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু মৃত্যুর প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কবিরপুর এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে বাসের ধাক্কায় মমিন মিয়া (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কবিরপুর এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে বাসের ধাক্কায় মমিন মিয়া (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোমিন মিয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার নিমগাছি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।  

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থেকে রিকশাভ্যান চালাতেন মমিন মিয়া। শুক্রবার রাতে কবিরপুর এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে একটি বাস তার রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালকসহ রিকশাভ্যানটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মমিন মিয়ার মৃত্যু হয়।  

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।