ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
রাজশাহীতে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন রাজশাহীতে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন/ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর কল্পনার মোড় থেকে তালাইমারী মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে নগরীর ২৪ নম্বর ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে এর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এর আগে ২৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে রাসিকের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্যানেল মেয়র-২ একেএম রাশেদুল হাসান, নগরীর ওই ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার। এ সময় রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কল্পনার মোড়-তালাইমারী সড়কটি প্রশস্তকরণে ব্যয় হবে একশ’ ২৭ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার টাকা। দুই দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ চারলেন বিশিষ্ট সড়কটির উভয় পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬

এসএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।