ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ইংরেজি নতুন বছর বরণে ‘সাংবাদিক সন্ধ্যা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ময়মনসিংহে ইংরেজি নতুন বছর বরণে ‘সাংবাদিক সন্ধ্যা’ সাংবাদিক সন্ধ্যা অনুষ্ঠান, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামের আয়োজনে ইংরেজি নতুন বছর বরণে ‘সাংবাদিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত এ আয়োজনে অংশ নেন অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ময়মনসিংহের সাংবাদিক ও স্থানীয় দৈনিকের সম্পাদকরা।

এসপি’র বাসভবনে এ আয়োজনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম, কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আল-আমিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী প্রমুখ।

অনুষ্ঠানে এসপি সৈয়দ নুরুল ইসলাম জানান, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ৬৫ কিলোমিটার এলাকা সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। সংবাদকর্মীদের জন্য গড়া ২ হাজার বর্গফুটের মিডিয়া সেন্টারে কম্পিউটার ও ইন্টারনেটের সুবিধা রয়েছে। জেলা পুলিশ নারী কল্যাণ সমিতিকে (পুনাক) সক্রিয় করে ১৯টি সেলাই মেশিন দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যদের স্ত্রী ও সন্তানদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এমএএএম/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।