ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ের আয়োজন করায় কনের খালুর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, জানুয়ারি ২, ২০১৭
বাল্য বিয়ের আয়োজন করায় কনের খালুর কারাদণ্ড

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাল্য বিয়ের আয়োজন করায় কনের খালুকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ জানুয়ারি) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, হরিণাকুণ্ডুর ফলসি ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় বিয়ে বাড়ি থেকে অন্যরা পালিয়ে গেলেও ওই স্কুলছাত্রীর খালু আব্দুল মালেককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।