মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা ১২টায় রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
তিনি বলেন, যদি পরিকল্পিত কোনো ঘটনা হয়ে থাকে বা তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়, জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, যদি এটি নিছক কোনো দুর্ঘটনা হয়ে থাকে তবে আমি সরকারের কাছে আবেদন করবো ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও কর্মচারীদের সহযোগিতা করার জন্য। যাতে অন্ততপক্ষে তারা এ ক্ষতি পুষিয়ে নিতে পারেন।
সোমবার (০২ জানুয়ারি) দিনগত রাত আড়াইটায় মার্কেটটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মার্কেটের পূর্ব দিক থেকে আগুনের সূত্রপাত। এরপর পর্যায়ক্রমে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। রাত ২টা ৪০ মিনিট থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে সবশেষ ২২টি ইউনিট কাজ করছে।
বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এসজেএ/আরআর/জেডএস