ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩০ বছরের সব একদিনে শেষ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
৩০ বছরের সব একদিনে শেষ! ডিএনসিসি মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কান্না

‘ত্রিশ বছর এই ব্যবসার পেছনে শেষ করলাম। ত্রিশ বছরের সব একদিনে শেষ হইয়া গেল! এত কষ্ট কইরা পয়সা কামাইয়া কী করলাম?’

গুলশানের ডিএনসিসি মার্কেটের সামনে এভাবেই আহাজারি করছিলেন ভাই ভাই ক্রোকারিজের মালিক মো. ইউসুফ।

তিনি বলেন, ‘যা কামাইছি তা দিয়ে খালি মাল কিনছি।

ডিসেম্বর মাসে সব কোম্পানির অফার চলছে, তাই এই মাসে সবচেয়ে বেশি মাল কিনা রাখছি। গতকালও ২০ লাখ টাকার মাল আসছে। ৫টা দোকানের একটা দোকানেও কিছু আর পোড়ার বাকি নাই। ’

আগুনে সর্বস্ব খোয়ানো ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন, ‘আমি বাঁচতাম না, আমারে নিয়া আপনেরা মাডি (মাটি) দিয়ালান। আল্লাহ আমার এই টাকা কে দিব!’

আরেক ব্যবসায়ী রায়হান পাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘শো-পিসের দোকান আমার। সব শেষ হয়ে গেল! এখন আমারে কে বাঁচাইব?’

এভাবেই ডিএনসিসি মার্কেটের প্রায় সব ব্যবসায়ী শোকে ভেঙে পড়েছেন। তাদের কেউ কেউ কিছু মালামাল বের করতে পারলেও অধিকাংশ দোকানই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।