ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৪, জানুয়ারি ৩, ২০১৭
কলাপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার কলাপাড়ায় অস্ত্রসহ জহিরুল ইসলাম গ্রেফতার

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় অস্ত্রসহ জহিরুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ সদস্যরা।

সোমবার (০২ জানুয়ারি) রাতে উপজেলার নীলগঞ্জের সলিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জহিরুল উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, মধ্যরাতেই জহিরুলকে কলাপাড়া থানা পুলিশে হস্তান্তর করে ৠাব। গ্রেফতারকালে তার কাছ থেকে দুইটি শুটার গান, তিনটি রাম দা, পাঁচ রাউন্ড গুলি ও একটি মোবাইল জব্দ করা হয়।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) দুপুরে জহিরুলকে আদালতে প্রেরণ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়াও জহিরের বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ বেশ কয়েকটি মামলার ওয়ারেন্ট আছে। পাশাপাশি সে বেশ কিছু মামলার আসামি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।