বুধবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান জানান, ২০০২ সালে জোট সরকার মহানগর হতে ৩৭ হাজার অটোরিক্সা, অটোটেম্পু উঠিয়ে দেয়।
তিনি আরো বলেন, কোন অদৃশ্য কারণে হঠাৎ গাড়িগুলোর পারমিট বন্ধ করে দেয়া হয়। যদিও ঢাকা মেট্রো আরটিসিতে ১শ’ ৩৯টি রুটে গাড়ি চলাচলের জন্য সিলিং করা আছে। এ বাহনটি বন্ধ হলে এর সাথে জড়িত মালিক শ্রমিক ব্যবসায়ীসহ অনেকেই পথে বসবে।
এ সময় হিউম্যান হলার গাড়ির জরিমানা কর মওকুফ, সহজ শর্তে শ্রমিকদের লাইসেন্স প্রদান, হয়রানিমূলক রেকারিং বন্ধ, পার্কিং এর জন্য স্ট্যান্ড তৈরি ও ওভার টার্মিনালের দাবিও জানান এ নেতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঐক্য পরিষদের সদস্য সচিব শেখ নুর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. মামুন, মো. সাইদুর রহমান, মো. কামাল পাঠান, ফারুক আহমেদ, এম এ কাসেম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৬
জেডএফ/আরআই