বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় কালেক্টরেট সভা কক্ষে যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর তাকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ হাসান, স্থানীয় সরকার উপ-পরিচালক মাজেদুর রহমান খান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম রুহুল আমীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ মে কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সহিংসতার অভিযোগে একটি কেন্দ্রে (সন্যাসগাছা) ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
পরে ৩১ অক্টোবর ওই কেন্দ্রে পুনঃরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস.এম হাবিবুর রহমান নৌকা প্রতীকে ৭ হাজার ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান পেয়েছিলেন ৪ হাজার ৫৭৮ ভোট।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
বিএসকে/আরএ