শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর রামপুরা, মৌচাক, মালিবাগ ও শান্তিনগর এলাকা ঘুরে এসব দুর্ভোগের চিত্র উঠে আসে।
ফ্লাইওভার নির্মাণে ব্যবহৃত সামগ্রী অব্যবস্থাপনায় যত্রতত্র পড়ে আছে।
মালিবাগ, মৌচাক এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় উঠে আসছে ড্রেনের পানি। তার সাথে যোগ হচ্ছে ফ্লাইওভারের কাজের জন্য তোলা মাটি। এতে করে নোংরা পানি ও কাদা-মাটি মিলে রাস্তাকে চলাচলের অনুপযোগী করে তুলেছে। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। পানি কাদা ও ভাঙা সড়কে যানবাহন চলাচল করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ফলে যেকোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।
রামপুরার ফারহান আহমেদ চাকরি করেন পল্টনের একটি আইটি ফার্মে। তিনি বাংলানিউজকে জানান, ফ্লাইওভারের কাজ শুরুর পর থেকে অফিস পৌঁছাতে সময় বেশি লাগে। দীর্ঘ সময় জ্যামে বসে থাকতে হয়। তাছাড়া রাস্তা খোঁড়াখুঁড়িতে বাস গুলোকে অনেক সতর্কতার সাথে চলাচল করতে হয়। মাঝেমাঝে ভয় হয় এই বুঝি বাস উল্টে খাদে পড়লো।
মালিবাগের আল আমিন হোটেলের ম্যানেজার মো. জামাল জানান, দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ধুলাবালি আমাদের দোকানে প্রবেশ করে। এখন আর কেউ খাবার খেতে আসে না। এতে ব্যবসা করা রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটিই প্রত্যাশা নগরবাসীর।
বাংলাদেশ সময় ০৭০৯ ঘণ্টা জানুয়ারি ০৭, ২০১৭
এএম/আরএ