পটুয়াখালী: সুন্দরবনে অবস্থানরত বঙ্গোপসাগরের দস্যু নোয়া বাহিনীর সদস্যদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার কথা রয়েছে। এ কারণে শনিবার (৭ জানুয়ারি) পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রীর আগমন ও দস্যুদের আত্মসমর্পণকে ঘিরে সকাল ১০টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভাকে প্রাণবন্ত ও লোকাগম করতে স্থানীয় আওয়ামী লীগ ও মৎস্য ব্যবসায়ীরা নানা উদ্যোগ নিয়েছেন।
মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সাদিকুর রহমান।
বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এমএস/আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।