ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বিএনপির সমাবেশের অনুমতি প্রশাসনের, সরকারের নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, জানুয়ারি ৭, ২০১৭
বিএনপির সমাবেশের অনুমতি প্রশাসনের, সরকারের নয় বিএনপির সমাবেশের অনুমতি প্রশাসনের, সরকারের নয়-স্বাস্থ্যমন্ত্রী-বাংলানিউজ

আশুলিয়া (সাভার): স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সমাবেশের অনুমতির সম্পূর্ণ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা সঠিক স্বিদ্ধান্ত নিবে।  

৫ জানুয়ারি ‘গণহত্যা দিবস’ দাবি করে বিএনপির সমাবেশের অনুমতি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
 
শনিবার (৭ জানুয়ারি) সকালে শেখ ফুজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের উদ্যোগে ‌সাভারে জাতীয় স্মৃতিসৌধে উইন্টার রান ও কার্নিভাল অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশে চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

এছাড়া শেখ ফুজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ বিশ্বমানের হাসপাতাল। এখানে দরিদ্র রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন-স্বাস্থ্য উপমন্ত্রী জাহিদ মালিক স্বপন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ তায়িব, শেখ ফুজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. মিল্লাত এমপি, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।

এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে দৌড় ও ট্রেজার হ্যান্ড প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় এক দশমিক দুই কিলোমিটার দৌড়ের জন্য ১৭০ জন ও ট্রেজার হ্যান্ডের জন্য ১৬ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে ১৯ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।