ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে মাজহারুন-নূর ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
কিশোরগঞ্জে মাজহারুন-নূর ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠান মাজহারুন-নূর ফাউন্ডেশনের সম্মাননা অনুষ্ঠান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ‘প্রজ্ঞার দ্যুতি ও আভিজাত্যের প্রতীক’ শীর্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রফেসর রফিকুর রহমান চৌধুরীকে সম্মাননা দিয়েছে মাজহারুন-নূর ফাউন্ডেশন।

শনিবার (০৭ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিশিষ্ট ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চিকিৎসক ডা. এএ মাজহারুল হক এবং সমাজসেবী নূরজাহান বেগম প্রতিষ্ঠিত মাজহারুন-নূর ফাউন্ডেশন তৃতীয় বারের মতো সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করলো।

সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হওয়া এ সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, কবি ও রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন- জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চক্ষু বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ড. ইনামুর রহমান চৌধুরী, শিক্ষাবিদ বেগম খালেদা ইসলাম, শিক্ষাবিদ অধ্যক্ষ মুহ. নূরুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম। প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এছাড়া এসময় কিশোরগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ আইনজ্ঞ অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যাপক রফিকুর রহমান খান, আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা প্রমুখ।

২০১৫ সালে প্রথম মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা দেওয়া হয় আলোর পথের যাত্রী সাহিত্যিক-শিক্ষাবিদ প্রাণেশ কুমার চৌধুরীকে। ২০১৬ সালে দ্বিতীয় মাজহারুন-নূর ফাউন্ডেশন সম্মাননা পান দীপ্তিমান শিক্ষক দম্পতি অধ্যক্ষ মুহ. নূরুল ইসলাম ও খালেদা ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।