ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সারিয়াকান্দিতে ঋণ খেলাপি মামলার আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, জানুয়ারি ৭, ২০১৭
সারিয়াকান্দিতে ঋণ খেলাপি মামলার আসামি গ্রেফতার

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে মোহাম্মদ আলী (৪৫) নামে এক ঋণ খেলাপি মামলার ওয়ারেন্ট ভ‍ুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৭ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের ডোমকান্দি দহপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ আলী ডোমকান্দি দহপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

পুলিশ জানায়, দুই বছর আগে ব্যাংক এশিয়া বগুড়া শাখা থেকে এক লাখ টাকা ঋণ নেয় মোহাম্মদ আলী। ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এরপর আদালত মোহাম্মদ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেন।

সারিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই ) নয়ন কুমার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।