শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে আমতলী উপজেলা চত্বরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে, এদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমতলী উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে পায়রা নদীর আঙ্গুলকাটা ও গুলিশাখালী এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বাংলানিউজকে জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এজি/এসএনএস