ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
জামালপুরে গণপিটুনিতে যুবক নিহত

জামালপুর: জামালপুর পৌরসভার নাওভাঙ্গাচর এলাকায় মোহাম্মদ নবীন (৩০) নামে এক গরু চোরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনগণ।

শনিবার (০৭ জানুয়ারি) দুপুরে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নবীন পাশ্ববর্তী শেরপুর জেলার দিকপাড়ার হাতেম আলী খানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার (০৬ জানুয়ারি) দিনগত রাতে নাওভাঙ্গারচর এলাকায় গরু চুরি করতে যান নবীন। এ সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে নবীন ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে যান। পরে গ্রামবাসী তাকে তীরে এনে গণপিটুনি দেয়। এতে নবীন গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম বাংলানিউজকে জানান, নবীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শেরপুর ও জামালপুর থানায় চুরি, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১‍৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।