শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গলের বিটিআরআই গেস্ট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে পরিবহন শ্রমিকদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পরিবহন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকসহ প্রশাসন, সাংবাদিক ও বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কিছু সদস্যের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এসময় ভাঙচুর করা হয় কয়েকশ’ গাড়ি ও দোকানপাট। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধসহ প্রায় অর্ধশতাধিক আহত হন। এর প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়।
**মৌলভীবাজারে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এনটি