এ সময় কোম্পানির লোকজন গ্রামবাসীর ওপর হামলা চালালে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়।
শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় কোম্পানির পক্ষে একটি অভিযোগ দায়ের করলেও গ্রামবাসীর পক্ষে কোনো অভিযোগ দেয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও, জৈনপুর, বিরেশেরগাঁও, ভাটিবন্দরসহ কয়েকটি গ্রামের কৃষি জমি আংশিক ক্রয় করে বালু ভরাটে কাজ শুরু করে সোনারগাঁও রিজোর্ট সিটি। ক্রয় করা জমি ছাড়াও স্থানীয় কৃষকের ফসলি জমি জোরপূর্বক ভরাটের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার বিকেলে স্থানীয় কান্দারগাঁও ও রতনপুর, ভাটিবন্দর গ্রামের নারী পুরুষ একত্রিত হয়ে বালু ভরাট কাজে বাধা দেয়। এ সময় কোম্পানির লোকজনের সঙ্গে গ্রামবাসীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের শাকিল, রাসেল, বাবু, নুর বানু, শামীম, সৈকত, আবুল কাশেম ও কবিরসহ অন্তত ১০জন আহত হয়।
আহতদের মধ্যে রাসেল ও শামীমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় রিজোর্ট সিটির কর্মচারী মো. সজিব বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনার সময় খোয়া যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
জিপি/আরআই