ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ঢামেক হাসপাতালে অগ্নিকাণ্ড পুড়ে যাওয়া টিন/ ছবি- বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিক উপস্থিত সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (০৮ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট পাঠানোর কথা জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান।

তিনি জানান, ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর আগে কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে।

ঢামেক হাসপাতালের উপ পরিচালক খাজা আবদুল গফুর জানান, ওই কক্ষের উপরে প্লাস্টিকের টিনে জমে থাকা ময়লার স্তূপে কে বা কারা সিগারেট ফেললে তা থেকে আগুন ধরে যায়। এতে টিনটি বেশ খানিকটা পুড়েছে।

তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।