রোববার (০৮ জানুয়ারি) দুপুরে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এ নির্দেশ দেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তবে ওইদিন খাদিজা আক্তার নার্গিস আদালতে হাজির হওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনা করে নার্গিসের পক্ষে আদালতে সময় বৃদ্ধির আবেদন করা হয়।
এ মামলায় এর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এএম রেজাউস সাত্তার নার্গিস হত্যা চেষ্টা মামলায় সাক্ষী দেন।
এ নিয়ে সাক্ষ্যগ্রহণের তিন কার্যদিবসে মোট ৩৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
গত ০৮ নভেম্বর খাদিজা হত্যাচেষ্টা মামলার চার্জশিট আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিলেট মহানগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ।
১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণের পর ২৯ নভেম্বর বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
গত ০৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিস এমসি কলেজে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ক্যাম্পাসে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বখাটে বদরুল। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ সম্পাদক।
এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এনইউ/বিএস