ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রয়াত শিক্ষকদের নামে স্মৃতিপদক দেবে বাফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
প্রয়াত শিক্ষকদের নামে স্মৃতিপদক দেবে বাফা বাফার সংবাদ সম্মেলন/ছবি: দীপু-বাংলানিউজ

ঢাকা: প্রয়াত ৪৩ জন শিক্ষকের নামে স্মৃতিপদক দেবে বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)। রোববার (৮ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে বাফা আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান একাডেমির সভাপতি হাসানুর রহমান বাচ্চু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী, বাফা আন্তঃশাখা সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগিতা-২০১৬ উপলক্ষে এ স্মৃতিপদক দেবে বাফা।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের পদক তুলে দেওয়া হবে।



তিনি বলেন, বাফায় কর্মরত ছিলেন এমন প্রয়াত শিক্ষকের সংখ্যা অনেক। সেখান থেকে এবার যাদের নামে স্মৃতিপদক দেওয়া হবে তারা হচ্ছেন- প্রয়াত হোসেন মোহাম্মদ খসরু, ওস্তাদ মুনশী রইসউদ্দিন, আমিরুল ইসলাম শারকি, ওস্তাদ বারীণ মজুমদার, আব্দুল বারী খান, অজিত রায়, সোহরাব হোসেন, ওস্তাদ মো. ফজলুল হক, বেদার উদ্দিন আহমেদ, ওস্তাদ খাদেম হোসেন খান, শাখাওয়াত হোসেন খান, ওয়ারেছ আলী, শাহজামাল হোসেন পান্না, আতিকুল ইসলাম, সুখেন্দু চক্রবর্তী, জিএ মান্নান, সমর ভট্টাচার্য, ওস্তাদ শাহ জামাল আহমদ ইমনী, সুবল দাসগুপ্ত, ফজলে নিজামী, রাম সিং, আমিন হোসেন, জাহিদুর রহীম, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, ভক্তিময় দাসগুপ্ত, নারায়ণচন্দ্র বসাক, বোরহান আহমেদ, আব্দল বারী খান, হাসান আলী খান, সীতারাম রায়, আব্দুল লতিফ, আব্দুল আহাদ, হিরণ মিয়া, শৈলেন্দ্র কিশোর চৌধুরী, জিনাত জাহান, গোপাল দত্ত, সুরেশচন্দ্র দাস, মোরাদ আলী, পরিমল সাহা, সৈয়দ লৎফুল হক, মো. শাহজাহান এবং খায়রুল আলম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাফার সম্পাদক নূরুর রহমান পলাশ, সহ-সভাপতি ঢালী মোহাম্মদ দেলোয়ার, যুগ্ম সম্পাদক কবীর আহমেদ, কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমএইচকে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।