এই ট্রেনটি ঢাকার উদ্দেশে রোববার (০৮ জানুয়ারি) বিকেল ৪টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট (এসএস) জিয়াউর রহমান বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার কারণে কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি বলেও জানান তিনি।
জিয়াউর রহমান বলেন, রোববার সাপ্তাহিক বন্ধ থাকায় সকালে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী ছেড়ে যায়নি। গাজীপুরের ট্রেন দুর্ঘটনার কারণে পশ্চিমাঞ্চল রেলের কোনো সিডিউল বিপর্যয় ঘটেনি।
এছাড়া বিকেলের আগেই রাজশাহী-ঢাকা রুটের লাইন ক্লিয়ায় হওয়ার কথা রয়েছে। তাই এই রুটের ট্রেন চলাচলে আর কোনো বাধা নেই বলে জানান এ রেল কর্মকর্তা।
এর আগে রোববার সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান রেলক্রসিংয়ে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন মারা যান।
ওই ট্রেনটি ঢাকা-রাজশাহী রেললাইন ধরে গন্তব্যের দিকে যাচ্ছিলো।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এসএস/বিএস