আহত বিজিবি সদস্যকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে পুলিশি ঝামেলা থেকে দূরে থাকতে আহত দুই গ্রামবাসী অন্যত্র গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে পরিবার জানিয়েছে।
আহতরা হলেন, বিজিবি সদস্য কার্জেন, মিরাজ এবং গ্রামবাসী মতিয়ার রহমান (৪৬) ও শফিকুল ইসলাম ওরফে সরকার (৩৮)।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ওসি বাংলানিউজকে জানান, ওই দুই গ্রামবাসী সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে গরু চড়াতে যান। এসময় বিজিবি তাদের বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
জামালপুর-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতিকুর রহমান বাংলানিউজকে জানান, গ্রামবাসী নয় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষ বাধে। এতে বিজিবির এক সদস্যের মাথা ফেটে যায় এবং অপরজন হাতে আঘাত পায়।
এ ঘটনায় সীমান্তজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরএ