রোববার (৮ জানুয়ারি) সকালে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। রিপন উপজেলার কার্পাসডাঙ্গা আদিবাসী এলাকার গৌরাঙ্গের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রিপন তার সঙ্গীদের সঙ্গে নিয়ে খোয়া ভাঙা মেশিন চালিয়ে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে খোয়া ভাঙা মেশিনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজন গুরুতর আহত হন।
এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। বাকীরা হাসপাতালে ভর্তি রয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
আরবি/আরএ