ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেজাল কসমেটিক্স প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ভেজাল কসমেটিক্স প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: রাজধানীর রহমতগঞ্জ ও লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল কসমেটিক্স পণ্য প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ৠাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৮ জানুয়ারি) ৠাব-১০ এর দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ৠাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

তিনি জানান, রহমতগঞ্জ ও লালবাগ এলাকায় রেজিস্ট্রেশনবিহীন দু’টি ভেজাল কসমেটিক্স পণ্য উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া যায়।

কারখানা দু’টি বিএসটিআই’র অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে ভেজাল কসমেটিক্স তৈরি করে দীর্ঘদিন ধরে বিপণন করে আসছিল।

এমন অভিযোগে ‘এ কসমেটিক্স বিডি’ কারখানার স্বত্ত্বাধিকারী ইয়াসিন মিয়াকে (৩৫) ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। কারখানার ১০ লাখ টাকার কসমেটিক্স পণ্য ধ্বংস করা হয়।

এছাড়া, ‘আলী বকস্ কসমেটিক্স কো.’ নামে অপর এক কারখানার স্বত্ত্বাধিকারী কুলছুম বেগমকে (৩৫) ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদাণ্ড প্রদান করা হয়। এ সময় ওই কারখানার ৩০ লাখ টাকার পাউডার জাতীয় কসমেটিক্স ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।