ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা রক্ষীকে ‍ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
নিরাপত্তা রক্ষীকে ‍ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাই

ঢাকা: রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি ভবনের নিরাপত্তা রক্ষীকে ছুরি মেরে ভবনের নিচতলার গ্যারেজে রক্ষিত মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে তিন দুর্বৃত্ত।

সোমবার ( ৯ জানুয়ারি) ভোরে ৫২ নং নয়াপল্টন, নয়তলা ভবনের নিচে এ ঘটনা ঘটে। নিরাপত্তা রক্ষী শাহ আলমকে ( ৫০) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শাহ আলম বাংলানিউজকে জানান, ভবনের নিচে আন্ডারগ্রাউন্ডে ভাড়ায় মোটরসাইকেল রাখা হয়। ভোর ৫টার দিকে ভবনের সামনে টহল দিচ্ছিলেন তিনি। এ সময় তার মুখে ছুরিকাঘাত করে তার কাছে থাকা চাবি নিয়ে ভবনের নিচতলায় রাখা মোটরসাইকেল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তিন দুর্বৃত্ত। পরে তাকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা দেখছি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
‌এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।