সোমবার (০৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় নগরভবনে প্রবেশ করেন তিনি।
এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মেয়র আইভী বলেন, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি জনতার হৃদয়ের স্পন্দন বুঝে নারায়ণগঞ্জের মানুষের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে আপনাদের প্রিয় সন্তান, আপনাদের বোন প্রিয় আইভীর হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন।
নারায়ণগঞ্জবাসী সেই নৌকায় জনতার রায়, ভোট দিয়ে আমাকে আবারো নির্বাচিত করেছেন। আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন আমি ও আমার পরিবার আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। তাই জীবনের শেষবিন্দু পর্যন্ত আমি আপনাদের সেবা করতে চাই, সবার পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, ‘আমার দাদা, আমার বাবা ও আমি প্রজন্ম থেকে প্রজন্ম সেবা করে যাচ্ছি। আমার বাবা আওয়ামী লীগের হলেও তিনি দল মতের ঊর্ধ্বে উঠে সবার সেবা করেছেন। আমিও আমার বাবার পথেই কাজ করতে চাই। আমার বাবা কখনো দল ও জনগণের সঙ্গে বেঈমানি করেন নি। আমিও শেখ হাসিনার কর্মী, আওয়ামী লীগের কর্মী, আমিও কখনো বেঈমানি করবো না। নগরভবন হবে সার্বজনীন। এখানে টেন্ডারবাজি, দলবাজি হবে না। আমি অতীতের মতো অন্যায় অবিচারের বিরুদ্ধেই থাকবো। দল মতের ঊর্ধ্বে গিয়ে আমি সবার সেবা করবো। আগামী ৫ বছর আমি শুধু কাজ কাজ করতে চাই।
এদিকে বাসা থেকে নগরভবনে যাওয়ার সময় রাস্তার দু’পাশে কয়েক হাজার লোকজন ফুল ছিটিয়ে আইভিকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
আরআইএস/জেডএস