সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছায়েদুর রহমান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মফিজের বাড়ি উপজেলার মল্লিকপুর গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কালীগঞ্জ পৌর এলাকার মাহাতাব উদ্দীন ডিগ্রি কলেজ এলাকায় ভেজাল সার তৈরি করে আসছিলেন মফিজ। খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালিয়ে সার তৈরির মেশিনসহ তাকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা সহকারী কমিশনার যাদব সরকার ও কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আরবি/এসআই