সোমবার (৯ জানুয়ারি) বিকেলে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংগঠন অংশ নিয়েছে।
পটুয়াখালীতে জেলা শহরের ডিসি স্কয়ারে মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উদ্বোধনের আগে পটুয়াখালী সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ারে গিয়ে শেষ হয়।
মেলায় কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর সপ্ন ও আগামী দিনের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, এসডিজি বাস্তবায়নে সমস্যা ও সম্ভাবনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিডিও প্রদর্শিত করা হবে।
অপরদিকে, ঝালকাঠি শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মেলা উদ্বোধনের আগে শহরে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমএস/আরবি