মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কাউখালী-নৈকাঠি সড়কের বড়বিড়ালঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত নয়জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে ইউনুস (২৬), জাহাঙ্গীর (৩৫), মাসুম বিল্লাহ (৫৫), নাদিম (২৮) ও ইমনের (২৫) নাম জানা গেছে।
কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাসে করে বাগেরহাট খানজাহান আলীর মাজারে পিকনিকের উদ্দেশে যাচ্ছিলেন। পথে কাউখালী-নৈকাঠি সড়কের বড়বিড়ালঝুড়ি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ ২৭ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাউখালী ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ