মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর মনিপুরী পাড়ায় জেডিপিসিতে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
প্রতিমন্ত্রী জানান, আগামী ১২ জানুয়ারি মনিপুরী পাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করবেন পাট ও বস্ত্র মন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক।
তিনি আরও জানান, ইতোমধ্যে প্রায় ৪৫০টি বহুমুখী পাটপণ্য উদ্যোক্তা সৃষ্টি ও ছয়টি পাট উদ্যোক্তা সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সরকারের লক্ষ্য পাট-বস্ত্র বাজারজাতকরণে বিশ্বজয়।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসটি/এএ