মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মানকির চর এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি দেউরি গ্রামের তসলিম হাওলাদারের (৫০)।
এর আগে সকাল ৮টার দিকে ঝালকাঠি শহরের কলেজ মোড় খেয়াঘাট এলাকা সংলগ্ন নদী থেকে ঝালকাঠি শহরের আবদুর রাজ্জাক মল্লিক রাজা (৩২) ও পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দারের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা গোলাম রসুল বলেন, সকাল ৮টায় ঝালকাঠি শহরের কলেজ মোড় খেয়াঘাট এলাকা সংলগ্ন নদী থেকে দুইজনের এবং বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মানকির চর এলাকার নদী থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে, ঝালকাঠি শহর সংলগ্ন নদী থেকে দু’টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) হালিম এবং রাজাপুর থেকে একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস।
উল্লেখ্য, শুক্রবার সকালে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা শহরের পৌরসভা খেয়াঘাট আসছিল। এসময় মাঝ নদীতে ঢাকা থেকে খুলনাগামী স্টিমার মধুমতির ধাক্কায় নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেদের সহায়তায় মাঝিসহ আট যাত্রী তীরে উঠতে সক্ষম হন।
তবে ঝালকাঠি শহরের রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫) নামের তিন যাত্রী নিঁখোজ হন।
নিখোঁজদের সন্ধানে ওইদিন থেকেই ডুবুরি দল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছিল। পাশাপাশি নিখোঁজদের স্বজনরা দিন-রাত নদীতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে তল্লাশি চালিয়েছেন।
** ঝালকাঠিতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমএস/আরএ