ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় 'জড়িত সন্দেহে' গ্রেপ্তারকৃত শেখ অাব্দুল অাহাদের দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন অাদালত।
অাব্দুল অাহাদ উপজেলা অাওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।
এর অাগে ১ জানুয়ারি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন অাহমেদের অাদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
অাদালত পরিদর্শক মো. মাহাবুবুর রহমান জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিরনগর থানার উপপরিদর্শক (এসঅাই) মো. মহিউদ্দিন গ্রেপ্তারকৃত অাব্দুল অাহাদকে দ্বিতীয় দফায় সাতদিন রিমান্ডে নিতে আদালতে অাবেদন করেন। শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, শেখ অাব্দুল অাহাদকে ২৭ ডিসেম্বর উপজেলার ঘোষপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন অাদালতে সাতদিনের রিমান্ড অাবেদন করে পুলিশ। অাদালত রিমান্ড না-মঞ্জুর করে তাকে জেলগেটে চারদিনের জন্য জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এরপর ১ জানুয়ারি পুলিশ ফের রিমান্ড অাবেদন করায় আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসআই