মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ সদস্য আনসারুল্লাহ ও জহিরুল এবং এলাকাবাসী ঝর্ণা রানী ভৌমিকের নামে রাস্তার নামকরণের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার স্থগিত ও এ সরকার যেনো ক্ষমতায় না থাকতে পারে সেজন্য জঙ্গিবাদের উত্থান হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজি/আরএ