মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সাভার উপজেলায় উন্নয়ন মেলার ভ্যাট শিক্ষণ ফোরাম ও কর শিক্ষণ ফোরাম আয়োজিত কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, কিছু আছে অসাধু নাগরিক, যারা কর ফাঁকি দিতে চান।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে সবার প্রতি আহ্বান জানান।
কুইজ প্রতিযোগিতায় সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে থেকে ১২ জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল ১২ এর কমিশনার শাহীন আক্তারসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরআইএস/আরআই