ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কর ফাঁকি দিলে এনবিআর কঠোর ব্যবস্থা নেবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
কর ফাঁকি দিলে এনবিআর কঠোর ব্যবস্থা নেবে সাভার উপজেলায় উন্নয়ন মেলায় অতিথীরা/ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সরকারকে যারা কর ফাঁকি দিচ্ছে তাদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সাভার উপজেলায় উন্নয়ন মেলার ভ্যাট শিক্ষণ ফোরাম ও কর শিক্ষণ ফোরাম আয়োজিত কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, কিছু আছে ‍অসাধু নাগরিক, যারা কর ফাঁকি দিতে চান।

যারা কর ফাঁকি দেয় তারা যত বড়ই ক্ষমতাবান হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সমাজে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা কর ফাঁকি দিচ্ছে। কর ফাঁকিবাজদের বিরুদ্ধে ২১ ডিসেম্বর থেকে রাজস্ব বোর্ড কাজ শুরু করেছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে সবার প্রতি আহ্বান জানান।

কুইজ প্রতিযোগিতায় সাভারের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে থেকে ১২ জনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল ১২ এর কমিশনার শাহীন আক্তারসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।