ফায়ার সার্ভিসের অকুতোভয় সৈনিকেরা দুর্ঘটনার সংবাদ পেলেই ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টলের দায়িত্বরতরা এ দাবি করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার শাহজাদীর বাংলানিউজকে বলেন, সারা দেশে ফায়ার সার্ভিসের ৩১৭টি স্টেশন রয়েছে। জনবল রয়েছে প্রায় আট হাজার।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের প্রধান কারণ অসাবধানতা। আমাদের বিভিন্ন অসাবধানতার কারণেই ঘটে থাকে অগ্নি দুর্ঘটনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সরঞ্জামেরও আধুনিকায়ন হয়েছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসে যুক্ত হয়েছে, থার্মাল ইমেজিং ক্যামেরা, এর সাহায্যে অগ্নি দুর্ঘটনায় নিমজ্জিত ভবনের ভেতরের ধোঁয়া দেখা যায়। বিভিন্ন বড় তালা কাটতে যুক্ত হয়েছে কম্বাইন টুলস। ধ্বংসস্তূপে যেকোনো কিছু দেখতে যুক্ত হয়েছে সার্চ ভিশন ক্যামেরা। লিফটের মধ্যে আটকেপড়াদের বের করতে ফায়ার সার্ভিসের রয়েছে হাইড্রোলিক স্প্রেডার, বড়বড় রড কাটতে হাইড্রোলিক কাটার ও হাইড্রোলিক র্যাম জ্যাক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার শাহজাদী আরও বলেন, ধ্বংসস্তূপে ভবনের ফ্লোর কাটতে ব্যবহার করা হয় রোটারি রেসকিউস, ভবনের মধ্যে গ্যাসের প্রবাহ কমাতে পাইপ স্কুইজার, ছোট ছোট করে দেয়াল কাটতে চিপিং হ্যামার। বড় বড় গাছ কাটতে রেসিং প্রোকেটিংস ও ছিদ্র করতে ব্যবহার করা হয় রোটারি হ্যামার ড্রিল।
ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুজ্জামান বাংলানিউজকে বলেন, ১৯৮২ সালে এই প্রতিষ্ঠানটির জন্ম হয়। ফায়ার সার্ভিস যেকোনো দুর্ঘটনায় সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। এছাড়া ফায়ার সার্ভিসের প্রত্যেকটি কর্মী যেকোনো দুর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে হলেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
দুর্যোগ ও দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সংস্থাটির মিশন। গতি, সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র দুর্যোগ মোকাবেলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ, বলেন সাইফুজ্জামান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি ফোন নম্বর:
০২-৯৫৫৫৫৫৫, ০২-৯৫৫৬৬৬৬, ০২-৯৫৫৬৬৬৭,০২-৯৫৫১৩০০, ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১-২।
** উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে নৌ-বাহিনী
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসজে/আরআইএস/এমজেএফ