মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে সদর উপজেলার কমলপুর বিজিবি ক্যাম্প এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী (এনডিসি পিএসসি), বিজিবির হেড কোয়ার্টারের এডিশনাল ডিজি জিল্লুল, দিনাজপুরের বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন (পিবিজিএমএস), ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী।
কম্বল বিতরণ শেষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্ত বিষয়ে সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন-বাংলাদেশের বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন (পিএসসি এনডিসি) ও ভারতের বিএসএফের সেক্টর হেড কোয়ার্টারের ডিআইজি শ্রী এ কে এক্কা, ভারতের ৪১ ব্যাটালিয়ন রায়গঞ্জের অধিনায়ক কে কে মজুমদার, বিএসএফের ৪১ ই-কোম্পানির শ্রী অলোক কুমার।
পরিশেষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখায় গিয়ে সীমান্ত পিলার পরিদর্শন করেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন সীমান্ত পরিদর্শনকালে বিজিবির উচ্চ পদস্থ কর্মকর্তা, সৈনিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আরএ