স্থানীয় সূত্র জানায়, উপজেলার চন্দরপুরের শহিদ আহমদ কুশিয়ারা নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে যান। এ সময় বড়শি ভারী কিছু আটকে গেলে সুতা টেনে তীরে তুলে দেখেন পুরনো মরিচা ধরা একটি ‘এলএমজি’।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী বাংলানিউজকে বলেন, ঘটনাটি থানায় জানানো হলে তিনি ঘটনাস্থলে যান এবং অস্ত্রটি উদ্ধার করে আনেন।
তিনি বলেন, সংক্রিয় অস্ত্রটি একটি লাইন মেশিনগান বা এলএমজি। এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এনইউ/পিসি